Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
মোটরযানের ফিটনেস সংক্রান্ত নোটিশ
Details

মোটরযান আইন অনুযায়ী রাস্তায় চলাচলের জন্য মোটরযানের ফিটনেস গ্রহণ বাধ্যতামূলক। কিন্তু বিআরটিএ’র রেকর্ড অনুযায়ী দেখা যায় যে, অনেক মোটরযানের ফিটনেস দীর্ঘদিন যাবৎ হালনাদাগ নেই, যার ফলে ধরে নেয়া যায় যে, উল্লিখিত মোটরযান সমূহ অফরোড অবস্থায় আছে। তাই যে সমস্ত মোটরযানের ফিটনেস দীর্ঘদিন যাবৎ হালনাগাদ নেই সে সমস্ত মোটরযান ফিটনেসযোগ্য হলে তার ফিটনেস হালনাগাদ করা অথবা অফরোড অবস্থায় থাকলে তার তথ্য সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে সরবরাহ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় সরকারী সিদ্ধান্ত মোতাবেক দীর্ঘদিন যাবত ফিটনেসবিহীন/অফরোড মোটরযান সমূহকে আগামী ৩০ এপ্রিল ২০১৮ খ্রিঃ এরপর হতে বিআরটিএ,র ডাটাবেজ হতে রাইটঅফ করা হবে।

     ইহা অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য প্রেরণ করা হলো।

Attachments
Publish Date
18/04/2018
Archieve Date
31/12/2018